আগস্ট ১০, ২০১৯
লাজ ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি
![]() ডেস্ক রিপোর্ট : তিন দেশ, তিন জেলা, তিন ক্লাব একটা অনুষ্ঠান একই সময়, একই তারিখে “সেভ ইনভাইরনমেন্ট-সেভ আরর্থ” শ্লোগানে লাজ ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ আগস্ট ২০১৯ কলারোয়া উপজেলার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ এস এম মাকছুদ খান, উপ-কর কমিশনার প্রণব সরকার, ক্লাবের সদ্য সাবেক সভাপতি এবং ব্যাংকার মো. জিয়ারুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অংশগ্রহণকারী ক্লাবগুলো, বাংলাদেশের পক্ষে লাজ ক্লাব অব ঢাকা দিলকুশা নর্থ, জেলা ৩১৫বি৩, নেপালের পক্ষে লাজ ক্লাব অব চিতন ন্যাশনাল পার্ক, জেলা ৩২৫বি২ এবং ভারতের পক্ষে লাজ ক্লাব মুম্বাই ওয়ার্ক, জেলা ৩২৩১এ২। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬০০ বনজ গাছের চারা বিতরণ করা হয়। 5,741,586 total views, 935 views today |
|
|
|