রমজান নগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের টেংরাখালীতে মৎস্য ঘেরে মাছ চুরি করার সময় ঘের মালিকদের হাতে আটক হয়েছে সুরমান নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, টেংরাখালী এলাকায় মো. হান্নান, মো. মুজিবর কাগুচী, মো. শাহিদুজ্জামান লিয়নসহ ১৫/২০ জন মৎস্য ঘের পরিচালনা করে আসছিল। প্রায় প্রতি রাতে চোরেরা ঘেরের আটল ঝেড়ে মাছ চুরি করত। সোমবার রাতে ঘের মালিকরা বিষয়টি বুঝতে পেরে সুরমানকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭ কেজি বাগদা, ০৬ কেজি হরিনা, ০৩ কেজি চেমনে চিংড়ী উদ্ধার করা হয়। পরবর্তীতে সুরমানকে স্থানীয় ইউ,পি সদস্য আব্দুল হামিদ লাল্টুর নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে ঘের মালিকগণ চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন।