আগস্ট ২৭, ২০১৯
রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
![]() নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ’র সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরেশ মিস্ত্রির সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক। 5,696,764 total views, 400 views today |
|
|
|