আগস্ট ৬, ২০১৯
যার মা আছে সে পৃথিবীর সবচেয়ে ধনী, আর যার মা নেই সে পৃথিবীতে বড়ই অসহায়: এমপি জগলুল হায়দার
![]() শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার প্রধান অতিথির বক্তব্যে বলেন, মায়ের মত পৃথিবীতে আপন আর কেউ নেই। যার মা আছে সে পৃথিবীর সবচেয়ে ধনী আর যার মা নেই সে পৃথিবীতে বড়ই অসহায়। আজকে যেসব মায়েরা এখানে হাজির হয়েছেন তারা শুধু সন্তানদের জন্য নয়, স্বামীদেরও জন্য প্রয়োজন। কারণ স্বামী সঠিক পথে চলছে কিনা, সংসারের হাল কীভাবে ধরবে, ব্যবসা-বাণিজ্যে, অর্থনীতি, রাজনীতিসহ যাবতীয় বিষয়ে আপনাদের হ্যান্ডেলিং বা মনিটরিং করতে হয়। যেমন আমাদের বঙ্গ মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতার পাশে থেকে সবসময় তাকে রাজনীতিতে অনুপ্রেরণা যোগাতো। বঙ্গবন্ধু যখন জেলে যেতেন, তখন কীভাবে সংসার চালাতে হবে, কীভাবে রাজনৈতিক দিক নির্দেশনা দেবে জেলাখানায় যেয়ে বঙ্গবন্ধুর কাছ থেকে শুনে এসে বঙ্গ মাতা সেটি নেতা-কর্মীদের মাঝে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন আমার পিতা বঙ্গবন্ধু হয়েছে তবে এর পেছনে সবচেয়ে বড় ভুমিকা রেখেছে আমার মা। তিনি আরও বলেন, মা দশ মাস দশ দিন সন্তান গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখায়। সন্তান প্রসবের যে কত কষ্ট সেটি শুধু একজন মা ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই আমাদের সকলের উচিত মায়ের কথা মত চলা। তোমরা এখানে যত শিক্ষার্থী আছ সবাই মায়ের কথা মত চলবে। কখনও মায়ের মনে কষ্ট দেবে না। তাহলে দেখবে সবস্থানেই শান্তি পাবে। আবারও বলছি মা ছাড়া পৃথিবীতে আপন আর কেউ নেই। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদি হাসান সুমনের সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি রিক্তা চৌধুরী, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 5,685,418 total views, 337 views today |
|
|
|