Site icon suprovatsatkhira.com

যশোরের বেনাপোল সীমান্তে ৩২ পিস স্বর্ণেরবার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩২ পিস স্বর্ণের বার (২.৮ কেজি ওজনের) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল বাজারের দূর্গাপুর মোড় থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় চোরাচালানী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নায়েব সুবেদার আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহল দল বেনাপোল বাজারের দূর্গাপুর মোড় থেকে একটি মোটরসাইকেলের পিছু ধাওয়া করে। এসময় চালক মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সার পাইপের মধ্যে বিশেষ কায়দায় ফিটিং করা ৩২ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১,২৩,২০,০০০/-(এক কোটি তেইশ লক্ষ বিশ হাজার) টাকা বলে তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version