আগস্ট ৫, ২০১৯
মানবতার কল্যাণে ডেঙ্গু জ্বর পরীক্ষার কীটস্ সরবরাহ করল সাতক্ষীরা জেলা পরিষদ
![]() ডেস্ক রিপোর্ট: ‘পরিবেশ রাখি পরিষ্কার বন্ধ করি মশার বিস্তার ও ডেঙ্গুমুক্ত দেশ চাই পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর হাসপাতাকে ডেঙ্গু জ্বর পরীক্ষার কীটস্ প্রদান করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টায় জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ডেঙ্গু জ্বর পরীক্ষার কীটস্ সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এর হাতে তুলে দেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন,‘সাতক্ষীরা জেলা পরিষদ জেলার উন্নয়নের পাশাপাশি মানবতার কল্যাণে ডেঙ্গু জ্বর পরীক্ষার কীটস্ সরবরাহ করল। সাতক্ষীরা জেলা পরিষদ জেলার নাগরিকদের উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর। সে লক্ষেই ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সাতক্ষীরা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কীটস্ প্রদান করল জেলা পরিষদ। ডেঙ্গু রোগীদের ফ্রি পরীক্ষার জন্য ডেঙ্গু জ্বর পরীক্ষার কীটস্ ব্যবহার করবে সদর হাসপাতাল। সাতক্ষীরা জেলা ডেঙ্গুমুক্ত না হওয়া পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা জেলা পরিষদ কাজ করে যাবে। এসময় তিনি সমাজের সকল শ্রেণির মানুষকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার আহŸান জানান।’ এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, এম.এ হাকিম, মো. মতিয়ার রহমান, মহিতুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5,697,059 total views, 695 views today |
|
|
|