কলারোয়া প্রতিনিধি: হঠাৎ ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে অধিকাংশ সদ্য রোপণকৃত ধানের ক্ষেত। শনিবার (১৭ আগস্ট) ভোর রাত থেকে হঠাৎ ভারী বর্ষণ শুরু হয়। যা একাধারে প্রায় ৪-৫ ঘণ্টা ধরে চলতে থাকে। ফলে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানি জমে যায়। রোববার (১৮আগস্ট) সকালে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে অনেক ধানক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা বলেন, পানির অপসারণ ব্যবস্থা যথোপযুক্ত না হওয়ায় হুমকির মুখে পড়েছে আমাদের সদ্য রোপণ কৃত ধানের ক্ষেত।