আগস্ট ১০, ২০১৯
ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি
![]() বেনাপোল প্রতিনিধি: আসন্ন কোরবানি পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে ঈদের আগেই কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। চামড়া পাচারের কোন চেষ্টায় সফল হতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে বিজিবি’র পক্ষ থেকে। শনিবার (১০ আগস্ট) বেনাপোলের পুটখালি, দৌলতপুর, অগ্রভুলটসসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং বাইনোকুলার দিয়ে সার্বক্ষনিক টহল পরিচালনা করছে। টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে যাতে সীমান্ত এলাকায় চামড়া পাচার না হয় ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি বাড়ানো হয়েছে। 5,686,803 total views, 1,722 views today |
|
|
|