ফিংড়ী প্রতিনিধি: “আমার জায়গা আমি পরিষ্কার রাখব, আপনারটা আপনি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ১০০ নং ভাগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সভায় বক্তব্য রাখেন ভাগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, সহকারী শিক্ষক মৈয়ত্রি দাশ, সুরাইয়া সুলতানা, ফারহানা খাতুন, খাদিজা খাতুন, রাবেয়া সুলতানা, নাসির খান প্রমুখ। আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।