আগস্ট ২৮, ২০১৯
ব্রহ্মরাজপুরে মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ
![]() ডেস্ক রিপোর্ট : সদর উপজেলার ব্রহ্মরাজপুর পূজা উৎযাপন কমিটির সভাপতিকে মারপিট ও ৩ লক্ষাধিক টাকার ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপর দিকে অভিযুক্ত মৃত্যুনজয়ের দাবি, পূর্ব শত্রæতা থাকায় স্বপন সাহা তাকে বেধড়ক মারপিট করেছেন। এ বিষয়ে ব্রহ্মরাজপুর দুর্গাপূজা উৎপাদন কমিটির সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সড়ক সম্পাদক স্বপন কুমার সাহা জানান, গত ২৭ আগস্ট ২০১৯ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে আড়াই লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ব্রহ্মরাজপুরে ব্যাংকের উদ্দেশ্যে বের হলে। প্রতিমধ্যে অত্র এলাকার মধুসূদন আঢ্যে’র পুত্র মৃত্যুঞ্জয় আঢ্যে, সঞ্জয় আঢ্যে সুনু, মৃত বলায় আঢ্যে’র পুত্র মধুসূদন আঢ্যসহ ২/৩ জন ব্যক্তি লোহার রড নিয়ে তার গতিরোধ করে। এসময় উল্লেখিত ব্যক্তিরা আমাকে এলোপাতাড়ী মারপিট করে কাছে থাকা আড়াই লক্ষ টাকাসহ গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ বিষয়ে অভিযুক্ত মৃত্যুনজয় জানান, গত ২৭ আগস্ট সকালে দুর্গা পূজার চাঁদা আদায়ের সময় মৃত্যুনজয় চাঁদা দিতে চাইলে জমিজমা সংক্রান্ত বিষয় পূর্ব শত্রæতা থাকায় আদায়কারী স্বপন সাহা তার চাঁদা নিতে অস্বীকার করে, এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় স্বপন সাহা বলেন তোর কাছ থেকে চাঁদা নেওয়া হবে না তোকে একঘরে করে দিব। মৃত্যুনজয় কারণ জানতে চাইলে স্বপন সাহা উত্তেজিত হয়ে তাকে বেধড়ক মারপিট করে। জেলা তরুনলীগের সাবেক সভাপতি আহত মৃত্যুনজয় বলেন বিএনপি নেতা স্বপন সাহা উগ্রপন্থিলোক, তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের কৌশলে হেওপ্রতিপন্ন করার জন্য অনেকের সাথে এমনটি করে থাকেন। এঘটনায় উভয় পক্ষ সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 5,697,102 total views, 738 views today |
|
|
|