Site icon suprovatsatkhira.com

ব্রহ্মরাজপুরে বিএনপির সাবেক সভাপতিকে গ্রেফতার ও ইউনিয়ন আ’লীগের সভাপতিকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স্বপন কুমার সাহার গ্রেফতার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক মাস্টারকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় ব্রহ্মরাজপুর বাজারে মধুসূদন আঢ্যে’র সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সকল শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মকবুল হোসেন, নব কুমার সাধু, নুর ইসলাম গাজী, বিকাশ ঘোষ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা স্বপন সাহা ব্রহ্মরাজপুর সাহাপাড়া গ্রামের মধুসূদন আঢ্যের দুই পুত্র জেলা তরুণ লীগের সাবেক সহ-সভাপতি মৃত্যুঞ্জয় আঢ্যে ও সদর থানা যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় আঢ্যের নামে সদর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। স্বপন সাহা একজন যাত্রাশিল্পী ছিল। তার কারণে বহু নারী সর্বস্ব হারিয়ে এলাকা ছেড়েছে। সে একজন কট্টরপন্থী ইউনিয়ন বিএনপি নেতা। ওয়ান ইলেভেন ও ২০১৩-২০১৪ সালে তার জন্য ব্রহ্মরাজপুর ও ধুলিহরের মানুষ ভীতসন্ত্রস্ত ছিল। আসন্ন দুর্গাপূজার চাঁদা নেওয়াকে কেন্দ্র করে ও জমি-জমা সংক্রান্ত বিরোধকে পুঁজি করে গত মঙ্গলবার (২৭ আগস্ট) স্বপন সাহার সাথে মৃত্যুঞ্জয় আঢ্যে ও সঞ্জয় আঢ্যের হাতাহাতি সৃষ্টি হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে টাকা ও চেইন ছিনতাইয়ের অভিযোগ এনে থানায় একটি মিথ্যা অভিযোগ দেয়। স্বপন সাহা ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্ডপ কমিটির সভাপতি হওয়ার সুবাদে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার এ চেষ্টা কোনদিন সফল হবে না বলে জানান বক্তারা। মানবন্ধনে বক্তারা আরও বলেন, ধুলিহর-ব্রহ্মরাজপুরের কোন লোক যদি বলতে পারে যে স্বপন সাহা বিএনপির রাজনীতির সাথে জড়িত নয় তাহলে এই মানববন্ধনে সকলেই আমরা জুতার মালা গলায় পরে সারা সাতক্ষীরা জেলা ঘুরে বেড়াব। এই বিএনপি নেতাকে বাঁচাতে বড় অঙ্কের টাকার মিশন নিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক মাস্টার মাঠে নেমেছে। গত বুধবার (২৮ আগস্ট) ব্রহ্মরাজপুর বাজারে প্রকাশ্যে স্বপন সাহার হয়ে নিলিপ মাস্টার আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মানববন্ধনে অংশ নেয় ও বক্তব্য রাখে। এতেই বোঝা যায় নিলিপ মাস্টার এই এলাকার বিএনপি ও জামায়াত-শিবির লোকজনের আশ্রয়দাতা। এই নিলিপ মাস্টারের কারণে অনেকে এখন বাড়ি ছাড়া। সে এই এলাকার একজন চিহ্নিত সুদখোর। সুদের টাকা দিতে না পারায় ব্রহ্মরাজপুর সাহা পাড়ার শিবনাথ সাহা, রামকৃষ্ণ সাহা, প্রাণ কৃষ্ণ সাহা ও জীবন সাহার দোকান ঘরে তালা মেরে দেয়। এ ঘটনায় রামকৃষ্ণ সাহা ও প্রাণ কৃষ্ণ সাহা এখন বাড়ি ছাড়া। এছাড়া তার হুমকি-ধামকিতে অসুস্থ হয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে শিবনাথ সাহা (হলো) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যায়। শুধু তাই নয় কোমরপুর গ্রামের মধুসূদন মন্ডলের সাথে ব্যবসা করতে গিয়ে বিপুল টাকা আত্মসাৎ করে। হঠাৎ এই মধুসূদন মারা গেলে তার পুত্র প্রদীপ মন্ডলকে কোন হিসাব না দিয়েই সমুদয় টাকা আত্মসাৎ করে রাতের অন্ধকারে খাতাপত্র অফিস থেকে চুরি করে নিয়ে যায়। বিএনপি নেতা স্বপন সাহাকে অবিলম্বে গ্রেফতার ও নিলিপ মাস্টারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জোর দাবি জানায় বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ব্রহ্মরাজপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মানববন্ধনে ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের লোকমান হোসেন, মো. আব্দুল কাদের, আব্দুল কুদ্দুস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, সদর থানা জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুর রহমান সোনা, আনন্দ, বাবু ঘোষ, অঞ্জন ঘোষ নান্টু, খোকন সাহা, মধুসূদন আঢ্যে, উদয় বিশ্বাস, মিরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version