ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মৌজার রামচন্দ্রপুর ও বাঁধনডাংগা উত্তর মাঠে আমন ধান রোপণকৃত ১৫০বিঘা জমি পানির নীচে । বাঁধনডাংগার আমিন উদ্দিনের ছেলে আ. খালেক জানান, এখন আমন ধান চাষ করার মৌসুম। প্রথমদিকে বৃষ্টির কোন আশঙ্কা ছিল না। হঠাৎ করে একটানা ভারী বৃষ্টি হওয়ার কারণে চাষাবাদের জমি পানিতে ডুবে গেছে। এ বিলের পানি অপসারণের কোন ব্যবস্থা নেই। এতে করে আমরা চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আ. খালেক অন্যের জমি চাষাবাদ করে জীবিকা অর্জন করে। এছাড়া নিজেদের জমিতে আমন ধান চাষ করে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে একরামুল ও ইমদাদুলের ৫০ বিঘা, রামচন্দ্রপুরের কামরুল (মেম্বার) ৫বিঘা, আ. কাদেরের ১০বিঘা, সেলিমের ২বিঘা, মান্নানের ৫বিঘা, মোক্তারের ৫বিঘা, গোলাম মোস্তফার ১২ বিঘাসহ আরও অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এভাবে যদি ধান পানিতে ডুবে থাকে তাহলে সব ধান নষ্ট হয়ে যাবে। অসহায় চাষিরা পানি অপসারণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।