আগস্ট ২, ২০১৯
বুড়িগোয়ালিনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত
![]() সাহেব আলি, গাবুরা প্রতিনিধি : শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাজিদা বেগম ( ৫২) সে গ্রামের আব্দুল মজিদ সরদারের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে অসাবধনতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে মাজিদা বেগম রইস কুকারে রান্না করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই স্টিলের চামচ দিয়ে ভাত নেড়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। অনেক সময় পার হলেও মজিদা রান্না ঘর থেকে বের না হলে প্রতিবেশী রুসান গাজীর স্ত্রী রান্না ঘরে ঢুকে রইস কুকারের সঙ্গে স্টিলের চামচ হাতে দাঁড়িয়ে আছে এমনটা দেখতে পেয়ে পাশে লোকজনকে ডাক দেয়। এসময় রুসানের স্ত্রীসহ পাশের লোকজন দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাজিদা বেগম দুই সন্তানের জননী। তার পুত্র আব্দুল্ল্যাহ আল মামুন সরকারি চাকুরিজীবী। নিহত মাজিদা বেগম ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার’ গাবুরা প্রতিনিধি সাহেব আলির খালা। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 5,740,503 total views, 4,613 views today |
|
|
|