আগস্ট ২০, ২০১৯
বুড়িগোয়ালিনীতে জেলে বাওয়ালিদের পাস পারমিটের দাবিতে মানববন্ধন
![]() গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপক‚লবর্তী এলাকা বুড়িগোয়ালিনী, গাবুরার জেলে বাওয়ালিদের সুন্দরবনের মাছ কাঁকড়া আহরণের জন্য পাস পারমিট বন্ধ রয়েছে। যে কারণে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বুড়িগোয়ালিনী, গাবুরা এলাকার কয়েক শত জেলে বাওয়ালিরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুড়িগোয়ালিনী (নীলডুমুর) বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত জেলে বাওয়ালিরা তাদের বিশেষ বিশেষ দাবি উপস্থাপন করেন। এসময় তারা বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘জেলে বাওয়ালিদের গত ১ মাসের অধিক সুন্দরবনের পাস পারমিট বন্ধ করার কারণে বর্তমানে আমরা দুর্বিষহ জীবন যাপন করছি। 5,726,325 total views, 3,785 views today |
|
|
|