আগস্ট ২০, ২০১৯
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় কাজী আমিনুল হক আফরা’র মৃত্যুতে এমপি রবি’র শোক
![]() প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় সবার প্রিয় কাজী আমিনুল হক আফরা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (১৯ আগস্ট) দিবাগত ভোর ৪টার দিকে কাজী আমিনুল হক আফরা ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজেউন) মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। সে তালা উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত, তিনি তালা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কপোতাক্ষ ক্লাবের সভাপতি, তালা বাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি, তালা শাহী জামে মসজিদের সভাপতি ,তালা শিল্পকলা একাডেমির সাবেক সেক্রেটারি, সাবেক জেলা ক্রীড়া সংস্থার সদস্য, তালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রাক্তন ফুটবল খেলোয়াড়, প্রাক্তন জেলা রেফারি এবং আরো অনেক সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। সে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য কাজী কামরুজ্জামানের শ্বশুর। তার মৃত্যুতে এমপি রবি বলেন, সবার প্রিয় কাজী আমিনুল হক আফরা আমার একজন প্রিয় মানুষ ছিল। তার মৃত্যুতে তালাসহ সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 5,726,622 total views, 4,082 views today |
|
|
|