আগস্ট ১০, ২০১৯
বাংলাদেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা কালিগঞ্জে বাল্যবিবাহ হচ্ছে হর-হামেশা!
![]() শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: বাল্যবিবাহ সমাজের ব্যাধি হিসেবে পরিচিত হয়ে উঠেছে। যে বয়সে কিশোরীদের হাতে বই থাকার কথা সেই বয়সে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ সন্তান লালন পালন করার মত কঠিন দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে এইসব কিশোরীদের মৃত্যুর ঘটনাও ঘটছে। সরকারি বিধি অনুযায়ী ছেলেদের বিবাহ’র বয়স ২১ এবং মেয়েদের বয়স ১৮ বছর করা হলেও ছেলে- মেয়ের পরিবারের সদস্যদের সমঝোতায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিবাহ হচ্ছে হর-হামেশা। বাল্যবিবাহের আইন সম্পর্কে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম বলেন, ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী পূর্বে শাস্তি প্রদান করা হতো কিন্তু এটা বাতিল করে ২০১৭ সালে বাল্যবিবাহ নিরোধ আইন চালু করা হয়েছে। সংশোধিত আইনের আওতায় বাল্যবিবাহের সাথে জড়িত ব্যক্তিদের অপরাধ অনুযায়ী বিভিন্ন দন্ড বা শাস্তির বিধান করা হয়েছে। 5,741,148 total views, 497 views today |
|
|
|