আগস্ট ২৯, ২০১৯
বল্লীতে ডেঙ্গু প্রতিরোধে জরুরী সভা
![]() এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লীতে ডেঙ্গু প্রতিরোধে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কক্ষে ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে বর্তমান দেশে এডিস মশা যে মহামারি আকার ধারণ করেছে সেটি নির্মূলে সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। আমরা ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় যেভাবে ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছি সেটি আগামীতে অব্যাহত থাকবে। ইউনিয়নে একটি ডেঙ্গু মশা থাকা পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। আগামীকাল থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এডিস মশা নিধনে ঔষধ স্প্রে করা হবে। তিনি আরও বলেন, এডিস মশা সম্পূর্ণভাবে নিধন করতে যত রকম সহযোগিতা প্রয়োজন সেটি আমাদের জেলা প্রশাসক করবেন। সাতক্ষীরা জেলা প্রশাসক প্রতিনিয়ত জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এডিস মশা নিধনে কাজ করছেন। এছাড়াও ইউপি সচিব মো. মহাসিন কবির ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় বল্লী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো.আলমগীর হোসেন, রেহেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। 5,727,371 total views, 4,831 views today |
|
|
|