আগস্ট ২০, ২০১৯
ফিরে দেখা পাটকেলঘাটা : প্রভাষক নাজমুল হক
![]() নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটা বাজারটি সাতক্ষীরা জেলার একটি অন্যতম বৃহৎ বাজার। অনেক ইতিহাস ঐতিহ্যঘেরা বাজারটিতে আধুনিকতার ছোঁয়া কিছুটা স্পর্শ করলেও হারিয়ে গেছে অনেক কিছু। কপোতাক্ষ নদের পশ্চিম তীরে অবস্থিত এ বাজারটি সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। মূলত তখন পারকুমিরা, পুটিয়াখালী, চৌগাছা গ্রাম নিয়ে পাটকেলঘাটা গঠিত হয়েছিল। ২০০৩ সালে ৩০ মার্চ পাটকেলঘাটার ঐতিহাসিক ফুটবল মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী পাটকেলঘাটাকে থানা ঘোষণার পর ২০০৫ সালে ১৫ জানুয়ারি ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ থানার কার্যক্রম শুরু হয়। থানা হওয়ার পর কিছু বিল্ডিং বাড়ি নির্মাণ ও জমির দাম বৃদ্ধি ছাড়া দৃশ্যমান তেমন কিছু হয়নি এখনও। তবে হারিয়ে যেতে বসেছে এ বাজারের অনেক পুরোনো ঐতিহ্য। এক সময় পাটকেলঘাটা বাজারের গরুর হাট, হাঁস-মুরগির হাট, চামড়ার হাট, পুরাতন কাপড়ের হাট, গুড়ের হাট, হলুদের হাট, কাঁচা মালের হাট, মাদুরের হাট, ঝুড়ি-ডালার হাট, পান-সুপারির হাট, লবণের হাট, ধান-চাউলের হাট, পাটের হাট, নারকেল হাট, চারার হাট, কলায়-মশুরের হাট, গোল পাতার হাট সহ অনেক কিছুর জন্যই বিখ্যাত ছিল হাটটি। কালের আবর্তে আজ হারিয়ে যেতে বসেছে বাজারের এ সকল পুরোনো ঐতিহ্য। 2,587,367 total views, 457 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|