ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী পাইওনিয়ার ক্লাবের দ্বিতীয় তলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে ব্যাপক আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। অসহায় ও অসচ্ছল মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্বাচনি ইস্তেহার খুব শীঘ্রই গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।” এসময় উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, ফিংড়ী পাইওনিয়ার ক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক অজয় দাশ, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, ইউনিয়ন ছাত্রলীগের নেতা আলামিন রোকন প্রমুখ।