আগস্ট ২৭, ২০১৯
ফিংড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা
![]() ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও ভিজিডি কার্ডের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও ভিজিডি অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ফিংড়ী ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আলামিন রোকন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন সরদার, মহাদেব কুমার ঘোষ, আশরাফ হোসেন, আব্দুর রকিব ঢালী, আছিয়া খাতুন, নাছিমা পারভীন, রেবেকা সুলতানা প্রমুখ। এ সময় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু বর্তমানে একটি আতঙ্কের নাম। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। সেই সাথে বিশুদ্ধ খাদ্য ব্যবস্থাপনা চালু করতে হবে। নিরাপদ খাদ্য নাগরিক অধিকার। যারা খাদ্যে ভেজাল দেয় তারা সমাজের শত্রæ। নিজেকে দিয়ে অন্যের বিচার করতে হবে। সাতক্ষীরার সকল মানুষের জন্য বাসযোগ্য ও নিরাপদ জীবন যাপনের লক্ষে দেশ ও জাতির স্বার্থে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমন্বিতভাবে উদ্যোগ নিলে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরাকে সর্বপ্রথম ডেঙ্গুমুক্ত ঘোষণা করা সম্ভব। তিনি আরো বলেন, নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙিনাসহ অফিস আদালত এবং সকল প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে কাজ করতে হবে। ডেঙ্গুর বংশ বিনাশ করতে বাসা-বাড়ি কিংবা উন্মুক্ত জলাশয় যেখানেই এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়, তা ধ্বংস করতে হবে। কোন কোন এলাকা ডেঙ্গু প্রবণ তা চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেন তিনি। 5,685,191 total views, 110 views today |
|
|
|