আগস্ট ২, ২০১৯
ফিংড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ
![]() ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফিংড়ী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আব্দুর রকিব ঢালী, আফছার উদ্দীন সরদার, সুকুমার সরদার, আশরাফ হোসেন, মহাদেব কুমার ঘোষ, আছিয়া খাতুন, নাছিমা পারভীন, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল কর্তৃক ছড়ানো ছেলেধরা গুজবের তীব্র সমালোচনা করে ওই গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহŸান জানানো হয়। 5,697,005 total views, 641 views today |
|
|
|