Site icon suprovatsatkhira.com

‘ফলদ বৃক্ষের চারা রোপণ করে নিজের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করুন : ইউএনও মীর আলিফ রেজা

সমীর রায়, আশাশুনি ‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। তিনি বলেন, প্রতি বর্ষা মৌসুমে নিজ বাড়ির আঙিনায় বা বসত ভিটায় যেকোনো ফলদ বৃক্ষের চারা রোপণ করে নিজের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করুন। আপনার রোপণকৃত একটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনাকে স্মরণীয় করে রাখবে। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। আসুন গাছ লাগাই এবং গাছের পরিচর্যা করি। সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা ফলদ বৃক্ষ মেলা কমিটির আয়োজনে উদ্বোধনি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম অলিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, এসআই ফণীভূষন। সহকারী কৃষি কর্মকর্তা দিনাঙ্কর মন্ডলের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, নার্সারি মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করে মেলার ৩১টি হরেক রকমের ফলদ ও বনজ বৃক্ষের স্টল পরিদর্শন করেন। সব শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত অতিথিবৃন্দ ড্রাগন কমলা লেবুর চারা রোপণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version