আগস্ট ৭, ২০১৯
পৌর কাউন্সিলর ফিরোজ হাসানের উদ্যোগে ০৪ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ
![]() ডেস্ক রিপোর্ট: অসহায় দুঃস্থ্য মানুষের কষ্ট লাঘবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ০৪ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৭ আগস্ট) বিকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুরে প্রধান অতিথি সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি অসহায় দুঃস্থ্য মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ১ হাজার ৬শ’ অসহায় দুঃস্থ্য পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, সেমাই ও চিনি। এসময় অসহায় দুঃস্থ্য পরিবারের সদস্যরা প্রতি ঈদের ন্যায় এ ঈদ সামগ্রী পেয়ে বেজায় খুশি হয়ে তাদের যৌগ্য কাউন্সিলরের জন্য দোয়া করতে দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সেলিম, শাহাজান কবির সাজু, মীর মাহমুদ হাসান আবীর, বিপ্লব, মীর মাসুদ হাসান সুবীর, তাপষ, আলম ও জাহিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 5,741,367 total views, 716 views today |
|
|
|