ডেস্ক রিপোর্ট: পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলীর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু নারাণ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনছার আলী, আব্দুল জলিল, আমিরুল ইসলাম, রাজু, তুহিন ও জালাল প্রমুখ। এসময় রাস্তার দু পাশে বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও ১শ’ত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করেন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
5,727,424 total views, 4,884 views today