আগস্ট ১, ২০১৯
পৌরসভার ৪নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা
![]() মো: রাকিবুল ইসলাম : দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। এই এলাকার বেশিরভাগ এলাকার রাস্তার পিচ উঠে ছোট বড় অসংখ্য গর্তে পরিণত হয়েছে। রাস্তার পাশে ইটের সোলিং ও উঠে গেছে। এসব সড়কে চলাচলের সময় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই এলাকার কাজী আব্দুল মতিন বলেন, ‘বিগত ১৮-২০ বছর ধরে ৪নং ওয়ার্ডের সড়কের কোন সংস্কার কাজ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষার মৌসুমে রাস্তা গুলো মেরামত করা না হলে সাধারণের চলাচল খুব দুর্বিষহ হয়ে পড়বে। তাছাড়া আমি বুড়ো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে আমার খুব কষ্ট হয়’। 5,741,273 total views, 622 views today |
|
|
|