আগস্ট ৪, ২০১৯
পারুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও পথসভা
![]() পারুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে বাজার কমিটি ও ফেয়ার মিশনের র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল ১০টায় পারুলিয়া বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের নেতৃত্বে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শেখ মকরম হোসেন, ফেয়ার মিশনের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহি বাবু, ফিরোজ আলম বাবু প্রমুখ। 5,697,162 total views, 798 views today |
|
|
|