এ কে এম আনিছুর রহমান
সেদিন ছিল ৩০ জুলাই, মধ্য শ্রাবণের আলো ঝলমলে দিনে সত্য প্রকাশের প্রত্যয়ে বাজারে আসে নতুন একটি পত্রিকা ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’। দেখতে দেখতে এক বছর সময় পূর্ণ হয়েছে। পত্রিকাটি গণমানুষের ইচ্ছা আর আকাক্সক্ষার কতটুকু প্রতিফলন ঘটিয়েছে তার মূল্যায়ন করবেন পাঠকেরা। আমি শুধু এটুকু বলব, ব্যার্থতাটুকু আমার। একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসেবে দেশ এবং জাতির জন্য কল্যাণকর, মানব সেবা, সব ধরনের সৃষ্টিশীলতাকে সামনে রেখে আমি সংবাদপত্র প্রকাশ করার মানসিকতা পোষণ করেছিলাম, যার বহিঃপ্রকাশ ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’। আমাদের সামাজিক অবস্থা, পারিপার্শ্বিকতা, অসংগতি, কুসংস্কার, নীতি নৈতিকতা, সমাজ উন্নয়নে প্রতিবন্ধকতা, সুন্দর, স্বচ্ছ, সৌন্দর্য্যমন্ডিত মানব সমাজের কর্মকান্ডকে এগিয়ে নেওয়া—– অনিয়ম, দুর্নীতি আবার সুন্দরকে উৎসাহ প্রদান সর্বোপরি নতুন কিছু যা সমাজ সংসারকে, আর্থসামাজিক পরিস্থিতিতে উন্নয়ন ঘটাবে এমন কিছুর প্রত্যয়ে পথ চলা শুরু করি। নিরপেক্ষিতা, সততা, সৎ সাংবাদিকতা, উন্নয়ন, অগ্রগতিকে আমি সর্বদা প্রাধান্য দিয়ে থাকি। যা সর্বদা এ জেলার সঙ্গে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসম্প্রদায়িক এবং মুক্ত চিন্তার অধিকারী। সুপ্রভাত সাতক্ষীরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে সামান্যতম দ্বিধা করে না। এক বছর একটি পত্রিকার জন্য যথেষ্ট সময় নয়, তবে একথা বলা বাহুল্য এক বছর পত্রিকাটির ইচ্ছাশক্তি, পথচলা সহজেই অনুমেয়, বিধায় স্পষ্টভাবে, হাজারও পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে আপনাদের সুপ্রভাত সাতক্ষীরা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে নব দিগন্তের সূচনা ঘটেছে। উন্নয়ন, অগ্রগতির এই মোক্ষম সময় উন্নয়নের রেলগাড়িকে এগিয়ে নিতে সুপ্রভাত সাতক্ষীরা প্রতিনিয়ত রেল গাড়ির সঙ্গী হয়ে উন্নয়নের জয়গান গেয়ে চলেছে। প্রিয় পাঠক আপনারাই সুপ্রভাত সাতক্ষীরার শক্তি, আপনারাই প্রেরণা। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের পথ চলাকে আরো মসৃণ করবে। বর্ষপূর্তির এই দিনে সুপ্রভাত সাতক্ষীরার সকল পর্যায়ের সংবাদ কর্মী, বিজ্ঞাপন দাতা, পাঠক, গুণগ্রাহিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্পাদক ও প্রকাশক, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা
পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সুপ্রভাত সাতক্ষীরা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/