পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগীতা ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বুধবার (৭ জুলাই) বেলা ১১ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও কলেজের ইংরেজি প্রভাষক নাজমুল হকের পরিচালনায় এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ কালীন ভুমিকা নিয়ে আলোচনা রাখেন, আমন্ত্রিত অতিথি তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলাউদ্দিন জোয়াদ্দার, বীর মুক্তযোদ্ধা শিক্ষক আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী। এসময় আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক ফকির আহমেদ শাহ, অধ্যাপক আব্দুল গফফর, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন, অধ্যাপক সুব্রত কুমার দাশ, আনন্দ মোহন মন্ডল ও রহিমা খাতুন।
পাটকেলঘাটা কলেজে শোক দিবস পালন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/