পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার ২৩নং পোল্ডারে পাউবো’র বেড়ি বাঁধ ঝুঁকিপূর্নসহ নদী ভাঙনে বহু পরিবার হুমকির মুখে পড়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে শিবসা নদীর প্রবল জোয়ারের চাপে ভাঙন কবলিত সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপায় পরিত্যক্ত সøুইচ গেটের দু’পাশে প্রবল আকারে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে গর্তের সৃষ্টি হয়ে পোল্ডারে লবণ পানি প্রবেশ করছে। হুমকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে (পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবুর নির্দেশে পানি উন্নয়ন বোর্ডে স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা দিয়ে সাময়িক সংস্কার করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা দ্রæত পদক্ষেপ না নিলে পোল্ডারে লবণ পানি প্রবেশ করলে শত-শত বিঘার চিংড়ি ঘের, বাড়ি-ঘর, রাস্তাঘাট প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে। এ বিষয়ে পাউবোর স্থানীয় শাখা প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, বয়ারঝাপায় কয়েক স্থানে জরুরী ভিত্তিতে বাঁধ মেরামতের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ হয়ে কাজ শুরু হয়েছে। এদিকে কপোতাক্ষ নদের ভাঙনে বোয়ালিয়া মালোপাড়া সহ রাড়ুলীর পুর্বপাড়ার জেলে পল্লীর ২০টি পরিবারের ঘরবাড়ি, গাছপালা নদী গর্ভে বিলীন হলে এমপি আকতারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ভাঙন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন। এ বিষয়ে এমপি বাবু জানান, অবিলম্বে ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ মেরামত করে জনগণের জানমাল রক্ষা করা হবে। এ বিষয়ে সরকারের মহা পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যার কাজও শুরু হয়েছে বলে তিনি এলাকাবাসী সহ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।
পাইকগাছার বয়ারঝাপায় স্লুইচ গেটের দু’পাশ ঝুঁকিপূর্ণ: বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা এলাকাবাসীর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/