নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক’র পক্ষ থেকে এ বই বিতরণ করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, প্রভাষক ফারুক হোসেন, মহসিন হোসেন, ইসমত আরা সাদেক, সবুর হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, কলেজ ছাত্রলীগের সভাপতি ইউসুফ হাসানসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।