আগস্ট ২৪, ২০১৯
ধুলিহর তমালতলায় জন্মাষ্টমী পালিত
![]() শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদরের ধুলিহর তমালতলায় বিশ্ব মানবতার কল্যাণ কামনায় (সনাতন) হিন্দু সম্প্রদায়ের শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শান্তি র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় গোকুলানন্দ আশ্রমের উদ্যোগে র্যালিটি ব্রহ্মরাজপুর বাজার সড়ক ও ব্রহ্মরাজপুর শ্রী শ্রী কাল ভৈরব মন্দির প্রদক্ষিণ করে ব্রহ্মরাজপুর কালীবাড়ি মন্দিরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সত্য রঞ্জন সাধু, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক কানুই লাল সাহা, উপদেষ্টা মন্ডলীর সদস্য স্বপন কুমার সাহা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, সুবির সাহা, নিরঞ্জন ঘোষ ছটকু, মাস্টার দিপক কুমার মল্লিক, তনুপ কুমার সাহা, পলাশ সরকার, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি এস আই কুতুব উদ্দীন প্রমুখ। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটে। 5,686,360 total views, 1,279 views today |
|
|
|