পাঠক নন্দিত পত্রিকা ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র নির্বাহী সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি শামীম পারভেজ শারীরিকভাবে অসুস্থ হয়ে সিবি হসপিটালে ভর্তি আছেন। সুপ্রভাত সাতক্ষীরা কালিগঞ্জ অফিসের পক্ষ থেকে তার আশু সুস্থতা কামনা বিবৃতি দিয়েছেন সুপ্রভাত সাতক্ষীরা’র নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জের কৃষ্ণ নগর প্রতিনিধি জামাল উদ্দিন, চাম্পাফুল প্রতিনিধি বাপি সরকার, ধলবাড়িয়া প্রতিনিধি রাজবুল হাসান রাজু, নলতা প্রতিনিধি আশরাফুল ইসলাম ও ভাড়াশিমলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমানসহ রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ শামীম পারভেজের সুস্থতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।