আগস্ট ৬, ২০১৯
দেয়াড়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গুর বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
![]() কলারোয়া প্রতিনিধি: জেলাব্যাপী ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ’র-পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান কর্মসূচী চলমান রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন পরিষদ সদস্যের অংশগ্রহণের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়েছে। ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফের নেতৃত্বে-মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগে-জেলা-উপজেলা ও ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান’র শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল আইন প্রশাসন, সামাজিক সংগঠনসহ সাংবাদিক ও সচেতন ব্যক্তিবর্গের পাশাপাশি-উপজেলা দেয়াড়া ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমানের উপস্থিতিতে সদস্য রফিকুল ইসলাম মিলন,আব্দুল আলিম, আব্দুর রশিদ, তোজাম্মেল হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বর আকলিমা, মাহমুদা বেগমসহ সকল গ্রাম পুলিশ ও বাজার সংশ্লিষ্ট অনেকেরই সতঃস্বফুর্ত অংশ গ্রহণে ডেঙ্গু প্রতিরোধে পরিষদ চত্বরসহ বাজারের বিভিন্ন অপরিষ্কার স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া,পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফের নেতৃত্বে গত কয়েকদিনের ন্যয়-এ দিনেও এলাকার বিভিন্ন মসজিদ ও সকল শ্রেণি পেশার মানুষের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা বাড়ানো সংক্ষিপ্ত আলোচনা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। 5,685,330 total views, 249 views today |
|
|
|