আগস্ট ৫, ২০১৯
দেবীপুর কমিউনিটি ক্লিনিকে র্যালী ও আলোচনা সভা
![]() শ্যামনগর প্রতিনিধি: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি গ্রæপ ও সাপোর্ট গ্রæপের সদস্যদের নিয়ে আলোচনা সভা, র্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ক্লিনিক চত্বরে সিবিএইচসি, বিবিএফ ও ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকারের সঞ্চালনায় স্বাস্থ্য পরিদর্শক কার্ত্তিক চন্দ্র পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর ইউপি সদস্য মলয় কুমার গায়েন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল খায়ের, ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের এমসিএইচএন অর্গানাইজার মোছা. শিরিন আক্তার, সুশীলনের মো. শাহজালাল হোসেন, ভূমিদাতা- রাজেন্দ্র মন্ডল প্রমুখ। সভায় বক্তারা কমিউনিটি ক্লিনিকের সেবাসমূহ, গর্ভবতীদের বিপদ চিহ্ন, মাতৃদুগ্ধদানের সঠিক সময়, উপকারিতা, গুণাগুণ, শিশুকে শাল দুধ ও বাড়তি খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ২০ জন দুগ্ধ দান কারী মায়েদের পুরস্কৃত করা হয়। 5,726,490 total views, 3,950 views today |
|
|
|