দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সাবেক নির্বাহী অফিসার ইকবাল হোসেনকে বিদায় ও নবাগত অফিসার সানজিয়া আফরিনকে সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল ইউপি চেয়ারম্যানগন। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা নির্বাহী অফিসারের রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নাজমুস সাহাদাত নফর বিশ^াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম প্রমুখ।