দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২জন ওয়ারেন্টের আসামিকে আটক করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২ টায় এসআই (নি:) নয়ন চৌধুরী, এসআই (নি:) মুনিরুল ইসলামের সহায়তায় সিআর ৪৯/১৮ নং মামলার আসামি দেবহাটা থানার পলগাদা গ্রামের নওফের উদ্দীনের (বাচা শেখ) ছেলে মহিদকে গ্রেফতার করে। সিআর ৯২/১৮ নং মামলার আসামি একই এলাকার আবুল হোসেন গাজীর পুত্র ফারুক হোসনকে গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
5,727,168 total views, 4,628 views today