পারুলিয়া প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ আবিদ ফাউন্ডেশনের উদ্যোগে রোগী কল্যাণ সমিতির বিনামূল্যে কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২০জন গরিব ও অসহায়দের মাঝে সমাজসেবা কার্যালয়ের এই কার্ড বিতরণ করা হয়। কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক নিলয় আহমেদ সবুজ। উল্লেখ্য, বাংলাদেশ আবিদ ফাউন্ডেশন গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতি মধ্যে উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৬৬ জন রোগীকে বিনা মূল্যে রক্ত দান করা হয়। এবিষয়ে বাংলাদেশ আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক নিলয় আহমেদ সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন, গরিব ও অসহায় মানুষের কল্যাণে সারাজীবন কাজ করতে চাই। তিনি সকলকে সমাজের মানুষের কল্যাণের জন্য পাশে থাকার আহবান জানান।