আগস্ট ২৯, ২০১৯
দেবহাটায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১০ আসামি গ্রেফতার
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে নয় জন সিআর ও একজন জিআর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এএসআই রশিদুল ইসলাম ও এএসআই সোহেল উদ্দীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃত আসামিরা হলেন, সিআর ১০১৭/১৬ নং মামলার আসামি উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের সৈয়দার রহমানের পুত্র হাফিজুল ইসলাম, সিআর ৭১/১৯ নং মামলার আসামি চালতেচলা গ্রামের আবুল কাশেমের পুত্র জামাল গাজী, সিআর ২৪৭/১৮ এবং ৩৮/১৯ নং মামলার আসামি ঘড়িয়াডাঙ্গা গ্রামের আইয়ুব আলীর পুত্র সাকিল হোসেন, সিআর ৪৯/১৯, ১৭/১৯, ৩৮/১৯ এবং ২৪৭/১৯ নং মামলার আসামি ঘড়িয়াডাঙ্গা গ্রামের রহিম মল্লিকের পুত্র আইয়ুব হোসেন, সিআর ৭৭/১৯ নং মামলার আসামি হাদিপুর গ্রামের এসহাক শেখের পুত্র ইসরাফিল হোসেন, একই মামলার হাদিপুর জয়নাল শেখের পুত্র আবুল হোসেন, সিআর ৪৯/১৯ নং মামলার আসামি গোপাখালি গ্রামের নুর ইসলামের পুত্র রিপন হোসেন, একই মামলার ঢেপুখালি গ্রামের ওসমান গাজীর পুত্র সাইদ মেহেদী, সিআর ৬৯/১৯ নং মামলার আসামি সুবর্ণাবাদ গ্রামের ধিরেন্দ্র নাথ সরকারের পুত্র সচিন সরকার। এছাড়া এসআই হেকমত আলী বহেরা এলাকায় অভিযান চালিয়ে জিআর ৩৭/১২ নং মামলার আসামি বহেরা গ্রামের মৃত হেরাজতুল্লাহর পুত্র লুৎফর রহমানকে গ্রেফতার করে। এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা সত্যতা স্বীকার করে বলেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত আছে। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 5,685,529 total views, 448 views today |
|
|
|