আগস্ট ১, ২০১৯
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি ও লিফলেট বিতরণ
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভয়াবহ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়নের আয়োজনে বে-সরকারি সংস্থা ডিআরআরএ ও নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার বাস্তাবায়নে সকাল ১০টায় উপজেলা চত্বর হলে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশ নেন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি, নবাগত অফিসার সানজিদা আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, সমাজসেবা অফিসার আঁধির কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য কর্মকর্তা জুয়েল হোসেন, সমবায় অফিসার আকরাম হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক মুক্তা রানি মন্ডল, উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য কর্মকর্তা সামসুন্নাহার, ডিআরআরএর কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান সহ সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকান ও বাসা বাড়িতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 5,686,442 total views, 1,361 views today |
|
|
|