আগস্ট ২২, ২০১৯
দেবহাটায় জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪৮ তম জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৪৮ তম জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্নের লক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয় 5,726,705 total views, 4,165 views today |
|
|
|