আগস্ট ২৬, ২০১৯
দেবহাটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
![]() এম এ মামুন, দেবহাটা প্রতিনিধি: “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই ¯েøাগানকে সামনে রেখে দেবহাটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে দেবহাটা থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি। এ সময় তিনি বলেন, ‘অপরাধ কর্মকান্ড বন্ধে সরকারের পাশাপাশি পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাতক্ষীরা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা হবে। সেই লক্ষে জেলা পুলিশ তৎপর থেকে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই অপরাধ নির্মূলে বিভিন্ন অভিযান চালিয়ে একের পর এক মাদক চক্রের গডফাদারদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে। বাল্যবিবাহ, নারী নির্যাতন সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করছে পুলিশ। অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংঘটিত করলে কেহই রেহাই পাবে না’। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। এ সময় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। 5,740,670 total views, 19 views today |
|
|
|