আগস্ট ২২, ২০১৯
দেবহাটার সখিপুর আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সখিপুর আলিম মাদ্রাসার নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। জাইকার অর্থায়নে ১৯ লক্ষ টাকা ব্যয়ে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ও সখিপুর আলিম মাদ্রাসার ভবন নির্মাণ কাজের ঠিকাদার হিসেবে কাজ করেন দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন। উদ্বোধনি অনুষ্ঠানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এ সময় উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক লাভলু, দপ্তর সম্পাদক আর কে.বাপ্পা, মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, ভারপ্রাপ্ত সুপার তবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 5,697,183 total views, 819 views today |
|
|
|