সখিপুর(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় র্যালি পরবর্তী সখিপুর বাজারসহ জনসমাগম স্থান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউটি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ, আশার আলোর সভাপতি আব্দুল গনি, সমন্বয়কারী ফজলুল হক, সুপারভাইজার রবিউল ইসলাম, সমাজসেবক শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ১নং ওয়ার্ড আওয়ামী লিগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম গাজী প্রমুখ।