দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বড়শান্তায় মোটর সাইকেল সড়কে মুখোমুখি সংঘর্ষে উত্তম সরকার (২৮) আহত হওয়ার পরবর্তীতে মৃত্যু বরণ করেছেন। নিহত উত্তম সরকার বড়শান্তা গ্রামের সত্য রঞ্জন সরকারের ছেলে। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় ঘোষ সহ কমিটির নেতৃবৃন্দরা। উল্লেখ্য, গত একমাস পূর্বে বড়শান্তা গ্রামে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উত্তম সরকার গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতাল, খুলনা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।