দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করা সাজিয়া আফরীন ও উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারকে দেবহাটা উপজেলা এলজিইডির ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার ১১টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক লাভলু, সহ-সভাপতি শেখ মোনামেয় হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, কোষাধ্যক্ষ আবুল কালাম, সদস্য আবুল কাশেম, রুহুল আমিন প্রমুখ।