তালা প্রতিনিধি: তালা সরকারী কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ আগস্ট সকালে অধ্যক্ষ প্রোফেসর মনি মোহন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মফিজউদ্দিন। প্রভাষক লিপীয়া খাতুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, প্রোফেসর মো. হুমায়ন কবির, সহকারী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ, প্রভাষক মনজিৎ মন্ডল, প্রভাষক আব্দুল গাপ্ফার, প্রভাষক শামীম হোসেন, প্রভাষক সেলিম রেজা সিদ্দিকী প্রমুখ। এ সময় বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগী , ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা , মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃতি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মফিজউদ্দিন যুদ্ধকালীন গল্প উপস্থাপন করেন।
5,685,300 total views, 219 views today