আগস্ট ২৯, ২০১৯
তালায় লিগ্যাল এইড কমিটির দ্বি মাসিক সভা
![]() ডেস্ক রিপোর্ট: তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইড কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জর্জ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সালমা আক্তার। এ সময় তিনি জেলা লিগ্যাল এইড কমিটির সকল সেবা সম্পর্কে অবহিত করেন ও ইউনিয়ন কমিটির সকল সদস্যদের তথ্য গুলো সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আহŸান করেন। সভায় লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এসএম রুবায়েত হোসেন, সদস্য পারুল বিবি, সোনালি চৌধুরী, আবেদা বেগম, আনারুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, পলাশ কুমার ঘোষ, গোলাম মোস্তফা, শ্যামল ঘোষ, ওয়ালিদ হোসেন, মোস্তফা আলী, ইন্দ্রজিৎ দাশ বাপি, সৌরভ হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। লিগ্যাল এইড কমিটির সভা শেষে জেলা সিনিয়র সহকারী জর্জ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সালমা আক্তার গ্রাম আদালতের এজলাস কক্ষ, নথিপত্র, রেজিস্ট্রার সহ সকল ফাইল দেখে সন্তোষ প্রকাশ করেন। 5,717,021 total views, 2,039 views today |
|
|
|