আগস্ট ২৯, ২০১৯
তালার হরিহরনগরে চোরাই মালামালসহ যুবক আটক
![]() সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালার হরিহরনগর এলাকা থেকে চুরি করে পালানোর সময় কাইমুল ইসলাম (৩৬) কে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। আটককৃত কাইমুল হরিনগর এলাকার জিল্লাহ গোলদারের ছেলে। দীর্ঘদিন যাবৎ সে তার মামার বাড়ি উপজেলার মুড়াগাছায় বসবাস করে আসছিল। এলাকাবাসী জানায়, সে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে কাইমুল উপজেলার হরিহরনগর গ্রামের মাওলানা মোঃ নুর উদ্দিনের ছেলে রাসেল’র বাড়িতে ঢুকে বাইরের বাল্ব খুলে ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ঘরের আলমারী থেকে নগত ২৫ হাজার টাকা, ১টি বিদেশী লাইট, একটি স্মার্ট ফোন সহ ঘরের মধ্যে রক্ষিত সিট-কাপড়সহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যাচ্ছিল। বিষয়টি বাড়ির মালিকের ছেলে রাসেল বুঝতে পেরে চিৎকার দিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে চোরের পিছু নেয়। এক পর্যায়ে কাইমুলের ঘেরের বাসার কাছাকাছি পৌছালে সেখান থেকে কাউকে পালিয়ে যেতে দেখে তাদের সন্দেহ হলে ঐ বাসায় তল্লাশী চালিয়ে চুরি যাওয়া মালামাল দেখতে পায়। রাতেই তারা সেখানে অবস্থান নিয়ে সকাল অবধি কাইমুলের বাসায় ফেরার অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে সকাল আনুমানিক সকাল ৭ টার দিকে বাসায় ঢোকার আগ মূহুর্তে এলাকাবাসী তার দিকে এগিয়ে গেলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তাকে ধরে পিটুনি দিলে কাইয়ুম নিজে চুরি না করলেও কারা চুরির সাথে জড়িত রয়েছে তা বের করে দেয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে এলাকাবাসী তাকে স্থানীয় খেশরা পুলিশ ফাঁড়িতে সোর্পদ করে। 5,741,569 total views, 918 views today |
|
|
|