খেশরা (তালা) প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়নে শিখর (৮) নামের এক স্কুল ছাত্র ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। সে খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামের এস কে রায়হানের ছেলে এবং শিপা শিশু পল্লীর কেজি-১ শ্রেণির ছাত্র। কয়েক দিনের প্রচন্ড জ্বর নিয়ে সোমবার (১৯ আগস্ট) সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ডেঙ্গু রোগী শনাক্ত করে। তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ জানান এই প্রথম তালার খেশরা ইউনিয়নে কোন ডেঙ্গু রোগী শনাক্ত হলো। তিনি আরও বলেন, এখানেই ডেঙ্গু চিকিৎসা দেওয়া সম্ভব, কিন্তু রোগীর অভিভাবক চাইছে, তাই তাকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।