আগস্ট ২৯, ২০১৯
ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে অগ্রগতি সভা অনুষ্ঠিত
![]() ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সদর ইউএনও দেবাশিষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পেতে পারে। এখনও বৃষ্টির সময় পার হয়নি। যত বৃষ্টি হবে তত ডেঙ্গুর উৎপত্তি বেশি হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে আমাদের যথাসময়ে যথাযুক্ত ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু সম্পর্কে আমাদের আরও সচেতন হতে হবে। লিফলেট বিতরণ, বক্তৃতা দিয়ে, সভা সেমিনার করে সচেতনতার প্রচার বাড়লেও তা তৃণমূল পর্যায়ে কম প্রভাব ফেলছে। আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি আছেন প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। তারা যেন বাড়িতে গিয়ে পরিবারের লোকদের সচেতন করতে পারে। ইউনিয়ন ভিত্তিক স্কুলের তালিকা করে শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে জানাতে হবে। স্কুলের শিক্ষকরাও প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তি সচেতনতা বৃদ্ধি করেন। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মো: হুসাইন সওকত, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন। এসময় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের একজন করে শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুশফিকুর রহমান মিল্টন। 5,741,222 total views, 571 views today |
|
|
|